1. bayzid.bd255@gmail.com : bayzid saad : bayzid saad
  2. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু
টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু

মামা বাড়ি বেড়াতে এসে বোনের কাছে সাঁতার শিখতে গিয়ে ভাই পানিতে ডুবে গেলে ভাইকে বাঁচাতে গিয়ে বোন নিজেও পানিতে ডুবে যায়। এসময় মৃত্যু হয় দু’জনেরই! 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শিখতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার মেয়ে ও ছেলে। জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। ছোট ভাই আলিফ গতকাল সোমবার এখনে বেড়াতে আসে।

জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, তাঁর বোনের মেয়ে জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ছাড়া ভাগনে আলিফ গতকাল গওহরডাঙ্গা বেড়াতে আসে। আজ মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পার্শ্ববর্তী ঘেরে নিয়ে যায়। পরে সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে গেলে জিম বাঁচাতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

শফিকুল বিশ্বাস আরও জানান, তখন ছোট মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়।

বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত দুই শিশুকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলেও জানান শফিকুল।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন,

দুই ভাইবোনের মৃত্যুর বিষয়ে থানাকে তাদের পরিবারের কেউ অবগত করেনি।